রাজশাহীর টিকার মজুদ শেষ

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১; সময়: ১২:০৫ পূর্বাহ্ণ |
রাজশাহীর টিকার মজুদ শেষ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ফুরিয়ে এসেছে করোনা ভ্যাকসিনের মজুদ। নতুন করে ভ্যাকসিন না এলে বৃহস্পতিবারই (২৯ এপ্রিল) রাজশাহী সিটি করপোরেশন এলাকায় শেষ হচ্ছে দ্বিতীয় ডোজের করোনা টিকাদান কর্মসূচি।

তবে রাজশাহীর উপজেলা এলাকাগুলোর জন্য ভ্যাকসিন রয়েছে। সেখানে টিকা কার্যক্রম চলবে বলে জানায় সিভিল সার্জন কার্যালয়। তবে এখনই হতাশ না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

ভ্যাকসিনের চাহিদা পূরণের জন্য এরই মধ্যে রাজশাহীসহ বিভাগের আট জেলার জন্যই স্বাস্থ্য অধিদফতরের কাছে আরও ভ্যাকসিন চাওয়া হয়েছে। নতুন চালান এলে আর কোনো সংকট থাকবে না। আগের নিয়মেই রাজশাহী জেলাসহ বিভাগের অন্য জেলায় দ্বিতীয় ডোজের করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে- বলছে স্বাস্থ্য বিভাগ।

রাজশাহী সিভিল সার্জন কার্যালয় ও রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী- প্রায় সাড়ে ৬ লাখ মানুষ রাজশাহী বিভাগে প্রথম ডোজ নিয়েছে। আর এ পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছে সোয়া দুই লাখেরও বেশি ভ্যাকসিনপ্রত্যাশী মানুষ। তবে মজুদ ফুরিয়ে আসায় ঈদের আগে রাজশাহী সিটি করপেরেশন এলাকায় এবং ঈদের পরে জেলা ও উপজেলা এলাকায় ভ্যাকসিন দেওয়া নাও হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, ভ্যাকসিন আসার পর যা মজুদ ছিল তা পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে। তবে নতুন করে ভ্যাকসিন না এলে বৃহস্পতিবারের পর থেকে হয়তো আর সিটি করপোরেশন এলাকায় ভ্যাকসিন দেওয়া যাবে না। তবে উপজেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী ভ্যাকসিন আছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুল আহসান তালুকদার জানান, ভ্যাকসিন ইস্যুতে গত রোববার (২৫ এপ্রিল) মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। ওই বৈঠকে পুরো রাজশাহী বিভাগের পরিসংখ্যান তুলে ধরা প্রয়োজনীয় টিকা চাওয়া হয়েছে।

  • 148
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে