করোনাভাইরাসে আরও ২৫ মৃত্যু, শনাক্ত ৩৬৩

প্রকাশিত: মে ১৬, ২০২১; সময়: ৪:২৮ অপরাহ্ণ |
করোনাভাইরাসে আরও ২৫ মৃত্যু, শনাক্ত ৩৬৩

পদ্মাটাইমস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৫ জন। এর আগে গতকাল ২২ ও গত পরশু ২৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ১৪৯ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৬৩ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৮০ হাজার ১৫৯ জন।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে পাঁচ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ৩৬৩ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছয় দশমিক ৬৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ ও সাত জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ২২ হাজার ৩৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৭ লাখ সাত হাজার ৭১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা এক হাজার ১৭১। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ৮০১টি। এখন পর্যন্ত সারাদেশে ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জনকে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর ৩৬ লাখ ৫১ হাজার ১৫৩ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

  • 66
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে