চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর আরও ২১৩ জনের দেহে করোনা শনাক্ত

প্রকাশিত: জুন ১, ২০২১; সময়: ৯:১৭ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর আরও ২১৩ জনের দেহে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ ও শিক্ষা নগরী রাজশাহীতে ২১৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৭৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আর রাজশাহীর ৯৪ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয় ৪০ জন। শনাক্তের হার ৪২ দশমিক ৫৫ শতাংশ। তবে ল্যাবে নওগাঁর ১ জনের করোনা পরীক্ষা করে কেউ শনাক্ত হয়নি। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলা নমুনায় করোনা শনাক্তের হার ৬৩ দশমিক ৩৭ শতাংশ বলে জানা গেছে।

১ জুন মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষায় করোনার এ হার শনাক্ত হয়। ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুল নাহার এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাই সংবাদকে। রাতে জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরীকে ফোন দিলে তিনি ব্যস্ত থাকায় জন্য কথা বলতে পারেন নি।

  • 506
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে