নানা অজুহাতে রাস্তায় মানুষ

প্রকাশিত: জুন ২৪, ২০২১; সময়: ৮:৪৩ অপরাহ্ণ |
নানা অজুহাতে রাস্তায় মানুষ

পদ্মাটাইমস ডেস্ক : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশের বিভিন্ন জেলায় বিধিনিষেধ দিয়েও কাজ হচ্ছে না। বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। জেলা পর্যায়ে হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি আছে। এদিকে, বিধিনিষেধ আরোপ করা ঢাকা বিভাগের সাত জেলায় দূরপাল্লার বাস না চললেও, চলছে ছোট ছোট যানবাহন।

গেল মার্চ থেকে দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়। ঈদুল ফিতরের পর সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়তে থাকে সংক্রমণ। গত সপ্তাহ থেকে পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। কয়েকটি জেলায় লকডাউন ও বিধিনিষেধ দেওয়া হলেও, উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে দিন দিন বাড়ছে সংক্রমণ।

এদিকে, রাজধানীকে বিচ্ছিন্ন রাখতে ৭ জেলায় ৯ দিনের চলাচলে নিষেধাজ্ঞার তৃতীয় দিনে বন্ধ আছে দূরপাল্লার সব ধরনের যানবাহন। তবুও কৌশলে বিভিন্ন ভাবে রাস্তায় মানুষের চলা ফেরা চলছে।

নারায়ণগঞ্জ ও গাজীপুরে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দূরপাল্লার গাড়ি না চললেও, ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছে মানুষ। চলাচলে বিধিনিষেধ দিলেও, জনসাধারণের মধ্যে রয়েছে অসচেতনতা।

ফেরিগুলোতে শুধু পণ্যবাহী ট্টাকসহ জরুরি যানবাহন পারাপার হচ্ছে। তবে ছোট যানবাহনে ঘাটে পৌঁছে ফেরি পার হচ্ছেন অনেকেই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে