এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন রাবি অধ্যাপক হাবিবুর রহমান

প্রকাশিত: জুলাই ১৬, ২০২১; সময়: ৮:০০ অপরাহ্ণ |
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন রাবি অধ্যাপক হাবিবুর রহমান
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের প্রাণ কেন্দ্র বড় ইন্দারা মোড়ে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. হাবিবুর রহমান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ প্রদান করা হয়। বুধবার দুপুরে অধ্যাপক হাবিবুর রহমান উপাচার্য হিসাবে যোগদান করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, মাহমান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ প্রদান করা হয়েছে।
অধ্যাপক অধ্যাপক মো. হাবিবুর রহমান ১৯৭২ সালে প্রভাষক হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে যোগদান করেন। পরে ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত এই বিভাগের সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেন। তিনি উপাচার্য হিসাবে নিয়োগ পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ।
  • 928
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে