শেষ মুহূর্তে নাড়ির টানে খোলা ট্রাকই বাড়ি ফিরছে মানুষ

প্রকাশিত: জুলাই ২০, ২০২১; সময়: ৭:১৬ অপরাহ্ণ |
খবর > জাতীয়
শেষ মুহূর্তে নাড়ির টানে খোলা ট্রাকই বাড়ি ফিরছে মানুষ

পদ্মাটাইমস ডেস্ক : রাত পোহালেই ঈদ। শেষ মুহূর্তে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। প্রিয়জন‌দের সঙ্গে ঈ‌দ উদযাপন কর‌তে ঘরমু‌খো মানুষজন‌কে এক‌দি‌কে যেমন যানজ‌টের ভোগান্তি পোহাতে হচ্ছে অন‌্যদি‌কে পরিবহন না পে‌য়ে নিম্নআ‌য়ের মানুষজ‌ন কম ভাড়ায় খোলা ট্রাকে বাড়ি ফিরছেন। এতে ছোট ছোট শিশু‌দের নি‌য়ে চরম দুর্ভোগ পোহা‌তে হ‌চ্ছে বাড়িমুখো যাত্রীদের।

মঙ্গলবার (২০ জুলাই ) ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের রাবনা বাইপাস, পুংলি ও এলেঙ্গা বাসস্ট‌্যান্ড এলাকায় এই চিত্র দেখা যায়।

ঢাকা থে‌কে যে যেভাবে পারছেন মালবাহী ট্রাক-পিকআপে ঝুঁকি নি‌য়ে বা‌ড়ি ফির‌ছেন। কারো ম‌ধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। গাদাগাদি করে বাড়ি ফিরছে লোকজন। এছাড়া ঢাকা শহরে যেসমস্ত পরিবহন চলাচল ক‌রে সেসব পরিবহন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ-প‌শ্চিমাঞ্চলসহ বি‌ভিন্ন জায়গায় যা‌চ্ছে।

এদিকে, দুপুরের পর থে‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা হ‌তে মহাসড়‌কের হা‌তিয়া পর্যন্ত এবং এলেঙ্গা থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত তীব্র যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে পড়েছে যাত্রী ও চালকরা।

ঈদে ঘ‌রে ফেরা খোলা ট্রাকের যাত্রীরা জানান, ভোগা‌ন্তির কথা মাথায় রেখেই তারা ছুটছেন নিজ নিজ গন্তব্যে। শত ক‌ষ্টের ম‌ধ্যেও প‌রিবারের সঙ্গে ঈদ কর‌তে পার‌বে এটাই তাদের তৃ‌প্তি। ভোগা‌ন্তি আছে ত‌বে বাস না পে‌য়ে বিকল্প যানবাহন হি‌সে‌বে খোলা ট্রা‌কে যা‌চ্ছে। বাস পে‌লেও ভাড়া তিনগুণেরও বে‌শি চাচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ তৎপর রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে