পদ্মা নদীতে নেমে রাজশাহী কলেজের শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১; সময়: ৮:১২ অপরাহ্ণ |
পদ্মা নদীতে নেমে রাজশাহী কলেজের শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

রবিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহী হাইটেক পার্ক সংলগ্ন আইবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল গিয়ে পদ্মা নদীতে উদ্ধার অভিযান শুরু করেছেন। কিন্তু বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

তলিয়ে যাওয়া কলেজছাত্রের নাম মো. জনি (২৫)। তাঁর বাবার নাম ইয়াসিন আলী। ইয়াসিন আলী একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। পরিবার নিয়ে ভাড়া থাকেন রাজশাহী নগরীর রায়পাড়া এলাকায়। জনি রাজশাহী কলেজের গণিত বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার আবদুর রউফ জানান, জনি তাঁর এক বন্ধুর সঙ্গে পদ্মাপাড়ে ঘুরতে এসেছিলেন। তারপর আইবাঁধে মোটরসাইকেল রেখে তাঁরা নদীতে গোসলে নামেন। স্রোতের মুখে পড়ে একজন তীরে এলেও জনি তলিয়ে যান।

তিনি জানান, খবর পেয়েই তাঁরা গিয়ে পদ্মায় অভিযান শুরু করেছেন। ডুবুরিরা কাজ করছেন। কিন্তু বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ওই ছাত্রকে খুঁজে পাওয়া যায়নি। তাই উদ্ধার অভিযান চলবে বলেও জানান তিনি।

  • 230
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে