সারা দেশে মডার্না ও সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১; সময়: ৮:৪১ অপরাহ্ণ |
সারা দেশে মডার্না ও সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু

পদ্মাটাইমস ডেস্ক : সারাদেশে শুরু হয়েছে মডার্না ও সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম। দ্বিতীয় ডোজের টিকা নিয়ে দারুণ খুশি সাধারণ মানুষ।

সব জটিলতা এড়িয়ে দ্রুত টিকা কার্যক্রম শেষ করার চেষ্টার কথা জানালেন দায়িত্ব পালনকারী ব্যক্তিরা। এদিকে, আরো টিকা আসার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, টিকাদান কর্মসূচি আরো বেগবান হবে শিগগিরই।

রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতাল। করোনার টিকা মডার্নার দ্বিতীয় ডোজ নিচ্ছেন নিবন্ধনকারীরা। এই কেন্দ্রে শনিবার ৭০০ জনের টিকা নেয়ার কথা।

রাজধানীসহ দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় শনিবার থেকে দেয়া হচ্ছে মডার্নার দ্বিতীয় ডোজ। দ্বিতীয় ডোজ নিতে পেরে স্বস্তির কথা জানালেন টিকা গ্রহণকারীরা। টিকা গ্রহণকারীরা জানান, সরকার আমাদের জন্য দারুন একটা সুযোগ করে দিয়েছে। টিকা সংগ্রহ করে সবাইকে টিকা ফ্রি করে দিয়েছে।

সিটি কর্পোরেশন ছাড়া দেশের বিভিন্ন এলাকায় শনিবার থেকে শুরু হয়েছে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ। টিকা কেন্দ্রে দায়িত্বরত ব্যক্তিরা বলছেন, ভোগান্তি ছাড়াই টিকার দ্বিতীয় ডোজ দেয়া শেষ করতে চান তারা।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মু. সাইদুল ইসলাম বলেন, কোন সমস্যাই হবে না। প্রথম ডোজের ক্ষেত্রে যেভাবে টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও এইকভাবে সরবারাহ করা হবে।

এদিকে, টিকা সংকটে প্রথম ডোজ দেয়া আপাতত বন্ধ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী বলছেন, টিকা দেয়া আরো বেগবান হবে শিগগিরই। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, টিকা দেবার কর্মসূচী আরও বেগবান হবে সামনে। আমরা চীন থেকে আরও সাত কোটি টিকা আনবো। নভেম্বরের মধ্যে পাবো। আরও অন্যান্য জায়গা থেকেও পাবো।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দুই ডোজ টিকা নেয়ার পরও যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকে। না হলে সংক্রমণের মাত্রা কমানো সম্ভব নয়।

  • 52
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে