রাজশাহীতে ‘টিকাকান্ডে’ দুই স্বাস্থ্য কর্মকর্তার ভুল স্বীকার

প্রকাশিত: আগস্ট ২০, ২০২১; সময়: ১০:১৯ পূর্বাহ্ণ |
রাজশাহীতে ‘টিকাকান্ডে’ দুই স্বাস্থ্য কর্মকর্তার ভুল স্বীকার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে কোন ধরণের অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছাড়াই এক ব্যক্তিকে সাংসদের টিকা প্রয়োগ এবং সরকারি বাসায় বসে উপজেলা চেয়ারম্যানের টিকা গ্রহণের ঘটনায় ভুল স্বীকার করলেন দুই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও)।

কারণ দর্শানোর নোটিশের জবাবে এই দুই কর্মকর্তা ক্ষমা চেয়ে রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালুকদারের কাছে পত্র দিয়েছেন। বিধি অনুযায়ী বৃহস্পতিবার (১৯ আগস্ট) এই পত্রটি স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। এ দুই স্বাস্থ্য কর্মকর্তা হলেন,বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী এবং তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদাক।

রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, এই দুই স্বাস্থ্য কর্মকর্তা পরিস্থিতির শিকার। তবে তারা ভুল করেছে। আর উপজেলা চেয়ারম্যান আর সাংসদ তাদের (স্বাস্থ্য অধিদফতর) অধীনে নন। ফলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নেই। তাই নিজেদের কর্মচারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছেন। তারা দুজন ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। বলেছেন, ভবিষ্যতে আর এ রকম কাজ করবেন না।

হাবিবুল আহসান আরও বলেন, ভুল স্বীকার করে পত্রটি তিনি স্বাস্থ্য অধিদফতরে পাঠিয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হবে এটা মন্ত্রণালয়ের বিষয়। উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক নিজে এক ব্যক্তিকে করোনাভাইরাসের টিকা পুশ করে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন। তখন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম রাব্বানীও উপস্থিত ছিলেন।

আর ১০ আগস্ট তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ওরফে ময়না তার সরকারি বাসভবনে বসে টিকা নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী জহির উদ্দিন ও পোর্টার নাসিম গিয়ে তাকে টিকা দিয়ে আসেন। পরবর্তীতে বিষয়টি গণমাধ্যমে আসলে এই দুই স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ করা হয়।

  • 366
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে