মাদকাসক্তের ছুরিকাঘাতে মাদক নিরাময় কেন্দ্রের কর্মী নিহতের অভিযোগ

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১; সময়: ২:১৪ অপরাহ্ণ |
খবর > জাতীয়
মাদকাসক্তের ছুরিকাঘাতে মাদক নিরাময় কেন্দ্রের কর্মী নিহতের অভিযোগ

পদ্মাটাইমস ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে এক মাদক নিরাময় কেন্দ্রের কর্মী রাজিব পাল (৩২) নিহত হওয়ার অভিযোগ উঠেছে। সেসময় আরও এক কর্মী গুরুতর আহত হন।

গতকাল রোববার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া ধোপাবাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রনিকে (৩০) রাত সোয়া ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি কাজীপাড়ার সানু মিয়ার ছেলে।

নিহত রাজিব পাল (৩২) নারায়ণগঞ্জের কে সি পালের ছেলে এবং গুরুতর আহত রাশেদ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের কুতুব আলীর ছেলে।

রাজিব ও রাশেদ প্রায় এক বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার ‘প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রে’ চিকিৎসা শেষে সেখানে কর্মী হিসেবে যোগ দেন। স্থানীয়রা জানিয়েছেন, রনি মিয়াকে (৩০) বছর খানেক আগে চিকিৎসার জন্য ‘প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রে’ পাঠানো হয়। তিনি ওই কেন্দ্রে তিন মাস চিকিৎসা নিয়ে সুস্থ হন। সম্প্রতি, তিনি আবার মাদকাসক্ত হয়ে পড়েন।

রনির পরিবারের সদস্যরা জানান, মাদক কেনার টাকার জন্য রনি প্রায়ই তাদের মারধর করতো। গতকাল বিকেলে তার বাবা আবার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানকার কয়েকজন কর্মী এসে রনিকে নিয়ে যেতে চাইলে তিনি ছুরি দিয়ে দুই কর্মী রাজিব ও রাশেদকে আঘাত করেন।

পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক আহত রাজিবকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক হাসপাতালে যায় এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনিকে আখাউড়া থেকে আটক করা হয়েছে।’

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে