ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলার সিদ্ধান্ত

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১; সময়: ১১:২৯ অপরাহ্ণ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলার সিদ্ধান্ত

পদ্মাটািইমস ডেস্ক : দীর্ঘ সময় বন্ধ থাকার পর অক্টোবরের প্রথম সপ্তাহে খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল। তবে, আবাসিক হল খুললেও করোনা টিকা নেওয়া সাপেক্ষে শুরুতে হলে উঠবে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা। পরে বাকি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হলে থাকার অনুমতি দেওয়া হবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির।

তিনি বলেন, সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের ভ্যাক্সিনেশনের কাজটি করার জন্য সময় দেওয়া হয়েছে। কারণ অনেক শিক্ষার্থী এখনও টিকা নেয়নি। যদি শিক্ষার্থীরা সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে করোনার টিকা কার্যক্রম সম্পন্ন করে এবং দেশের করোনা পরিস্থিতির উন্নতি হয় তাহলে অক্টোবরের প্রথম সপ্তাহে হল খুলে দেওয়া হবে।

ড. আবদুল বাছির আরও বলেন, হল খোলার পর শুরুতে স্নাতকোত্তর এবং স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের হলে তোলা হবে। তারা নভেম্বরের ১৫ তারিখের মধ্যে তাদের পরীক্ষা শেষ করে চলে যাবে। এরপর প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে আনা হবে এবং তাদের পরীক্ষা এবং ক্লাস কার্যক্রম চলবে।

যখন চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে থেকে তাদের কার্যক্রম চালাবে, তখন প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অনলাইনে তাদের কার্যক্রম চালাবে।

  • 73
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে