২৪ কোটি ডোজেরও বেশি টিকার ব্যবস্থা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১; সময়: ৯:১২ অপরাহ্ণ |
২৪ কোটি ডোজেরও বেশি টিকার ব্যবস্থা হয়েছে: প্রধানমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : এ পর্যন্ত ২৪ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৭০০ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি মাসে যাতে এক কোটি ডোজের বেশি টিকা পাওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। সিনোফার্মের কাছ থেকে অক্টোবর হইতে প্রতি মাসে ২ কোটি করে ডিসেম্বরের মধ্যে ৬ কোটি টিকা পাওয়া যাবে।

বুধবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, মহামারি করোনা প্রতিরোধ করার জন্য এ পর্যন্ত (৩০ আগস্ট) ১ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ জনকে প্রথম ডোজ এবং ৭৮ লাখ ৪০ হাজার ১৬৯ জনকে দ্বিতীয় ডোজসহ ২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। মজুত আছে ১ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ৩৪৩ ডোজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, করোনা মহামারি শুরুতেই সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা হিসেবে বিনা মূল্যে টিকা দেওয়ার বিষয়টি সরকার অগ্রাধিকার দিয়েছে। বিশ্বের সব টিকা উৎপাদনকারী সংস্থার সঙ্গেই সরকার যোগাযোগ করেছে।

তারমধ্যে কেবল ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সাড়া পাওয়া যায়। তাদের অগ্রিম টাকা দিয়ে তিন কোটি ডোজ টিকা সংগ্রহের চুক্তি করা হয়। তখন অন্যান্য টিকা উৎপাদনকারী সংস্থা থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

  • 146
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে