চারঘাটে স্কুল কলেজ খুলে যাওয়ায় প্রাণ পেল শিক্ষার্থীরা

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১; সময়: ৯:০৮ অপরাহ্ণ |
চারঘাটে স্কুল কলেজ খুলে যাওয়ায় প্রাণ পেল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে দীঘদিনপর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় প্রাণ পেল শিক্ষাথীরা। করোনা সংক্রামন কমে যাওয়ায় রবিবার সকালে সরকারী নিদেশনা মেনে খোলা হয়েছে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

শিক্ষাথীদের উপস্থিতও ছিল চোখে পড়ার মত এবং শিক্ষাথীদের অংশগ্রহনে স্কুল ও কলেজগুলো ছিল উৎসবমুখর পরিবেশ। স্বাস্থ্য বিধি মেনে এ সকল স্কুল ও কলেজগুলোতে পাঠ দান পরিচালনা করছে ।

সরিজমিনে গিয়ে দেখা যায় যে, উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা তাপ মাত্রা মেপে স্কুলে প্রবেশ, হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার ও সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারী নিদেশনা অনুসরন করে শিক্ষাঙ্গনে পাঠদান শুরু হয়। স্বেচ্ছাসেবী সংগঠন থানাপাড়া সোয়ালোজের প্রাইভেট প্রাইমারী স্কুলে গিয়ে দেখা যায়, একজন প্যারামেডিক ডাক্তার দিয়ে স্কুলের শিক্ষাথীদের স্বাস্থ্যবিধির উপর আলোচনা করে শিক্ষাথীদের মাঝে সচেতনা তৈরি করছে। প্রায় দেড় বছর পর স্কুলে এসে সকলে সাথে পাঠদান পেয়ে খুবই আনন্দিত বলে জানান ফরহাদ আলাউদ্দিন মডেল স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষাথী নুশরাত জাহান নিশীতা।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান, তারা সরকারের সকল নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাথীদের পাঠদানে প্রবেশ করিয়েছেন। শিক্ষাথীরা যাতে সকল নিয়ম অনুসরণ করে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে। যাতে করে পিছিয়ে পড়া শিক্ষাথীদের এগিয়ে নিতে সরকারের এ মহতি উদ্যেগকে স্বাগত জানিয়েছেন শিক্ষকগন।

স্কুল কলেজ খোলার প্রথমদিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদশন করেছেন উপজেলা মাধ্যমিক অফিসার জয়নাল আবেদীন ও প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় তারা স্কুল ও শিক্ষাথীদের সকল বিষয়ে খোঁজ খবর নিয়ে সরকারী স্বাস্থ্য বিধি মানার তাগিদ দেন।

  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে