জয়পুরহাটে ধর্ষন মামলায় এক ভাইয়ের যাবজ্জীবন আরেক ভাই খালাস

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১; সময়: ৭:৩০ অপরাহ্ণ |
জয়পুরহাটে ধর্ষন মামলায় এক ভাইয়ের যাবজ্জীবন আরেক ভাই খালাস
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের কালাইয়ে এক নারীকে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় এক ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড আরেক ভাইকে খালাস দিয়েছেন আদালত। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাভব্যুনাল জয়পুরহাট এর বিচারক রুস্তম আলী আসামীর অনুপস্থিতে এ রায় ঘোষনা করেন।
মামলা বিবরণ সুত্রে জানা যায়, ২০০৭ সালের ৬ মার্চ বিকাল ৫ টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার কলেজ পাড়ার মৃত আব্দুস সামাদের দুই ছেলে হাবিল উদ্দিন ও পলাশ মিলে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে শারিরিক নির্যাতন চালিয়ে গভীর রাত পর্যন্ত ধর্ষন করে এক নারীকে।
ওই ঘটনায় ধর্ষনের শিকার নারীর এক বোন বাদী হয়ে কালাই থানায় ২০০৭ সালের ৭ মার্চ দুই ভাইকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ তাদের গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেন। এরপর আসাসীরা আদালত থেকে জামিন পায়। সেই থেকে তারা দুজনেই পলাতক।
দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুরে আদালতের বিচারক আসামী হাবিলকে যাবজ্জীবন কারাদন্ড ও তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদন্ড এবং অপর ভাই পলাশকে খালাশ দিয়েছে জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জয়পুরহাট আদালত।
এ বিষয় নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে