ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১; সময়: ২:১১ অপরাহ্ণ |
ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক : ভর্তি পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৩৬ হাজার ১২৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। এর মধ্যে প্রথম দিনেই ক ইউনিটের পরীক্ষায় বসবেন ১৪ হাজার ৩৪৬ জন।

২ অক্টোবর খ ইউনিট, ৯ অক্টোবর চ ইউনিট এবং ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে গ ও ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, পরীক্ষা গ্রহনে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে ক্লাস রুমসহ পুরো ক্যাম্পাস। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী বলেন, পরীক্ষা চলাকালীন চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় সতর্ক অবস্থানে থাকবেন আইনশৃংখলা বাহিনীর সদসরা। সেই সাথে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসানো হয়েছে হেল্প ডেস্ক।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে