চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় নৌকাডুবির ঘটনায় ২ দিন পর নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১; সময়: ৪:২৯ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় নৌকাডুবির ঘটনায় ২ দিন পর নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে গত বুধবার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের মধ্যে ১ জন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুন্দরগঞ্জ এলাকার পদ্মা নদীতে ভেসে ওঠে ডেইজি খাতুন নামে এক নারীর মরদেহ। পরে স্থানীয়রা সেটি উদ্ধার করে। ডেইজি খাতুনের বাড়ি শিবগঞ্জের দশ রশিয়া গ্রামে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ হোসেন ডেইজি খাতুনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার উদ্ধার অভিযান চালালেও তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা বিশ রশিয়ার যাবার সময় নৌকাটি লক্ষীপুর চরের সামনে এসে পৌঁছালে প্রবল বাতাস ও তীব্র স্রোতের কবলে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। আর জীবিত উদ্ধার হয়েছে ৩৯ যাত্রী। যার এখনও ৪ জন নিখোঁজ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে