তানোরে আ.লীগের বর্ধিত সভায় দু’পক্ষের মারামারি

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১; সময়: ৯:৫২ অপরাহ্ণ |
তানোরে আ.লীগের বর্ধিত সভায় দু’পক্ষের মারামারি

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে আওয়ামী লীগের বর্ধিত সভায় দু’পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অডিটরিয়ামের শতাধীক চেয়ার টেবিল ভাংচুর করা হয়েছে। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আগামী ১১ নভেম্বর তানোর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকালে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ারে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

উক্ত বর্ধিত সভায় তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নার সমর্থকদের মধ্যে মারামারির এ ঘটনা ঘটে।

জানা গেছে, সভার শুরুতে মঞ্চে বসা না বসা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ও চেয়ার ছুড়াছুড়ি শুরু হয়। এর পর সেখানে ভাংচুর শুরু করেন। পরে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় উভয় পক্ষের নেতাককর্মী সমর্থকরা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

পরে স্থানীয় সাংসদ আলহাজ ওমর ফারুক চৌধুরী ঘটনাস্থলে আসেন। এর পর আবার বর্ধিত সভা শুরু হয়। সভায় জেলা আওয়ামী লীগ নেতাদের কাছে সাতটি ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীরা তাদের বাইয়োডাটা জমা দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে