রাজশাহী বিমানবন্দরে যাত্রীর কাছে থেকে ১৭ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১; সময়: ৭:৪১ অপরাহ্ণ |
রাজশাহী বিমানবন্দরে যাত্রীর কাছে থেকে ১৭ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর নভোএয়ার বিমান যোগে ঢাকায় যাওয়ার সময় এক ব্যক্তিকে তল্লাশির সময় পিস্তলের ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে শাহ মখদুম বিমানবন্দরের দায়িত্বরত পুলিশের সাব-ইন্সপেক্টর উৎপল।

পুলিশ জানায়, নওগাঁর সাপাহার এলাকার একজন যাত্রী ঢাকা যাওয়ার জন্য রাজশাহী বিমানবন্দরে আসেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বিমানবন্দর এপিপিএন চেকপোস্টের অফিসার এসআই উৎপল সরকারের নেতৃত্বে ওই যাত্রীর দেহ তল্লাসি করা হয়। এ সময় তার কাছ থেকে পিস্তলের ১৭ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।

আটককৃত বিমান যাত্রীর নাম বারি শাহ চৌধুরী (৪৫)। তিনি মৃত আব্দুল কুদ্দুস শাহ চৌধুরীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই যাত্রী উদ্ধারকৃত গুলি তার পিতা প্রয়াত কুদ্দুস শাহ এর লাইসেন্সকৃত পিস্তলের বলে দাবি করেন। এছাড়াও বিমানে গুলি বহনের তথ্যও গোপন করেন তিনি বলে পুলিশ জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে