ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৯৪

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১; সময়: ১০:৩৫ পূর্বাহ্ণ |
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৯৪

পদ্মাটাইমস ডেস্ক : দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে আরও ১৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত রাজধানী ঢাকায় ১৪৩ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছেন ৫১ জন। রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, দেশের বিভিন্ন হাসপাতালে ৯৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৭৫৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৯৭ জন ভর্তি রয়েছেন।

২০২১ সালের জানুয়ারি থেকে রোববার (৩ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৮ হাজার ৭৪৪ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে একই সময়ে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৭২১ জন। এ সময়ে মোট মারা গেছেন ৬৮ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে