বৃহস্পতিবার নাচোলে ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১; সময়: ৬:০৫ অপরাহ্ণ |
বৃহস্পতিবার নাচোলে ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন

অলিউল হক ডলার, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আগামীকাল বৃহস্প্রতিবার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচননে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৫জনই আওয়ামীলীগ দলীয় সমর্থিত প্রার্থী।

নির্বাচনী প্রচার প্রচারনা শেষ। এখন শুধু ভোট গ্রহন ও ফলাফল দেখার বিষয়। কে হচ্ছেন নাচোল উপজেলা পরিষদের পরবর্তী ভাইস চেয়ারম্যান। এবার নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে মশিউর রহমান বাবু, মাইক প্রতীক নিয়ে হারুন অর রশিদ, টিউবয়েল প্রতীক নিয়ে আশরাফুল ইসলাম, তালা প্রতীক নিয়ে হেলাল উদ্দিন লিটন ও টিয়া প্রতীক নিয়ে মোসাদ্দেক হোসেন জুয়েল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৫৫টি কেন্দ্রে ২৯৯ ভোট কক্ষে ১লক্ষ ১৪হাজার ৬শ’ ৬৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। নাচোল থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা ও আনসার ভিডিভির জেলা কমান্ডার হুময়ান কবীর, জানান, ৩৩৮জন পুলিশ ও ৬৬০জন আনসার এ নির্বাচন প্রতিরক্ষার কাজে নিয়োজিত থাকবে।

পুলিশের ৬টি মোবাইল টিম পরিচালিত হবে। এর পাশাপাশি ও স্টাইকিং ফোর্স হিসাবে ৫টি টীম কাজ করবে। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান এ নির্বাচন শান্তিপূর্ণভাবে নেওয়ার জন্য সকল প্রস্তুত্তি সম্পন্ন হয়েছে। আজ ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে।

নির্বাচন সুষ্টুভাবে পরিচালনার করার জন্য ভ্রাম্যমান আদালতের ৪টি টিম কাজ করবে। উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারী নাচোল পৌরসভার মেয়র পদে নির্বাচনে নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু অংশ গ্রহন করার জন্য ২ ফেব্রুয়ারী পদত্যাগ করায় পদটি শূণ্য হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে