গুরুদাসপুরে ছাত্রকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেপ্তারের মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১; সময়: ৬:১৮ অপরাহ্ণ |
গুরুদাসপুরে ছাত্রকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেপ্তারের মানববন্ধন ও বিক্ষোভ

এস এম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র মুর্শিদকে আত্মহত্যায় প্ররোচনা কারীদের গ্রেফতারের দাবিতে একটি মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

সমাবেশে অভিযুক্ত আনিসুর রহমান, ইউপি সদস্য সেলিমসহ সকলের গ্রেফতারের দাবি জানানো হয়। এ ঘটনায় নাটোর আমলী আদালতে ৬ জনের নামে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে নিহত মুর্শিদের বাবা ফজলুল হক।

বুধবার (৬ অক্টোবর) সকালে মশিন্দা মাঝপাড়া এলাকাবাসীর আয়োজনে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করেন ওই এলাকার নাড়ী-পুরুষসহ সর্বস্তরের জনগন। মানবন্ধন অনুষ্ঠানে বক্তব্য রেখেন, নিহত মুর্শিদের বাবা ফজলুল হক, মামা মজিবর রহমান, বেলায়েত হোসেন, মহাসিন, সাইদুল ইসলাম প্রমুখ।

নিহত মুর্শিদের বাবা ফজলুল হক বক্তব্য বলেন, প্রতিবেশি আনিসুর রহমানের মেয়ের সাথে তার ছেলের প্রেমের সম্পর্ক চলে আসছিলো। সেই জের ধরে প্রতিবেশি আনিসুর রহমান, ইউপি সদস্য সেলিম সরদার, শিল্পী, আসাদ, রুবেল ও আসিক তার ছেলেকে প্রাণনাশের হুমকি দেয় এবং বাড়ি থেকে বের হলে তাকে হাত পা কেটে ফেলবে বলেও হুমকি দিয়ে যায়।

এ কারনে তার ছেলে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। অভিযুক্ত আনিসুর রহমান, ইউপি সদস্য সেলিমসহ সকলকে গ্রেফতারের দাবি জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে