জন্ম-মৃত্যু নিবন্ধন: রাজশাহীর সেরা মেয়র তাহেরপুরের কালাম

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১; সময়: ১০:৫০ অপরাহ্ণ |
জন্ম-মৃত্যু নিবন্ধন: রাজশাহীর সেরা মেয়র তাহেরপুরের কালাম

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এছাড়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আখতার জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার ও পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ড. নাসিম আখতার।

জন্ম ও মৃত্যু নিবন্ধনে রাজশাহী জেলায় শ্রেষ্ঠ হওয়ায় বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়র মো. আবুল কালাম আজাদ, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরুল হাই মোহাম্মদ আনাছ এবং পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসানকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে বুধবার দুপুরে নগর ভবন সিটি হল সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

আলোচনা সভায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাণী পাঠ করা হয়। বাণী পাঠ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সরিফুল ইসলাম বাবু।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের জন্ম-মৃত্যু নিবন্ধন স্থায়ী কমিটির সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু। অনুষ্ঠানে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে