নওগাঁর ২০ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হলেন যারা

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১; সময়: ১১:১২ অপরাহ্ণ |
নওগাঁর ২০ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা প্রার্থী চূড়ান্ত করা হয়।

পরে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এর মধ্যে নওগাঁ জেলার দুইটি উপজেলার ২০টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১২টি এবং রাণীনগর উপজেলায় আটটি ইউনিয়ন।

নওগাঁ সদর জেলার বক্তারপুর ইউনিয়নে মোঃ আব্দুল লতিফ, বলিহার ইউনিয়নে মোঃ মাসফেরুর রায়হান (মাহিন), বর্ষাইলে মোঃ সহিদুল ইসলাম, বোয়ালিয়ায় মোছাঃ আফেলাতুন নেচ্ছা, শৈলগাছি ইউনিয়নে মোঃ আব্দুর রাজ্জাক, চুন্ডিপুর ইউনিয়নে মোঃ খুরশিদ আলম (রুবেল), দুবলহাটিতে অভিজিৎ মজুমদার, হাপানিয়ায় মোঃ আফসার আলী, হাঁসাইগাড়িতে মোঃ আব্দুল জলিল (সুইট), কীর্ত্তিপুর ইউনিয়নে মোঃ আতোয়ার হোসেন, শিকারপুর ইউনিয়নে কাজী রুকুনুজ্জামান (টুকু) এবং তিলকপুর ইউনিয়নে মোঃ রেজাউল করিম।

অপরদিকে, রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নে মোঃ আব্দুল মতিন, একডালা ইউনিয়নে মোঃ শাহজাহান আলী, গোনা ইউনিয়নে মোঃ আব্দুল খালেক, কাশিমপুর ইউপিতে মোঃ আলমগীর হোসেন, মিরাট ইউপিতে মোঃ জিয়াউর রহমান, পারইল ইউনিয়নে মোঃ নুরে আলম সিদ্দিকি (দুলাল), কালিগ্রাম ইউনিয়নে মোঃ সুবাস চন্দ্র সরকার এবং রাণীনগর (খট্টেশ্বর) ইউনিয়নে মোছাঃ চন্দ্রনা সারমিন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে