মান্দায় বসতভিটার গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১; সময়: ৯:১২ অপরাহ্ণ |
মান্দায় বসতভিটার গাছ কেটে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতভিটার বিভিন্ন প্রজাতির ফলদ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামের এ ঘটনায় মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানান, গ্রামের নুরুল ইসলামের বসতভিটার চারিদিকে আম, কাঁঠাল, লেবু, পেয়ারা, নারিকেলসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রয়েছে। শুক্রবার সকালে নুরুল ইসলাম চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে রাজশাহীতে যান। তাঁরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী সাহাবুদ্দীন ও তাঁর লোকজন ওই বসতভিটার গাছ কেটে সাবাড় করে দেন।

ভুক্তভোগী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন,গতবছরের ৩০ জুন প্রতিপক্ষ সাহাবুদ্দীন গংরা আমার উঠানের বেশ কয়েকটি গাছ কেটে ফেলেন। এ সময় বাধা দেওয়ায় তাঁরা আমাকে পিটিয়ে জখম করে। ঘটনায় প্রতিপক্ষের কয়েকজনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করি। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, একই বছরের ৭ সেপ্টেম্বর আমার উঠানের একটি গাছ থেকে জোরপূর্বক ৫০ টি নারিকেল নামিয়ে নেওয়া হয়। একইভাবে গত ১৬ মে গাছের আম নামিয়ে নেন প্রতিপক্ষরা। এসব ঘটনায় তাঁদের বিরুদ্ধে মান্দা থানা ও পরানপুর ইউনিয়ন পরিষদের গ্রামআদালতে অভিযোগ করেও প্রতিকার মেলেনি। গত শুক্রবার আবারও গাছ কেটে নেওয়ার ঘটনায় সাহাবুদ্দীন মন্ডল, তাঁর স্ত্রী হালিমা বিবিসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সাহাবুদ্দীন মন্ডল বলেন, জমি নিয়ে জটিলতা আছে। তাছাড়া নুরুল ইসলামের গাছগুলো আমার বাড়ির ছাউনির টিন নষ্ট করে দিচ্ছে। তাই সেগুলো কেটে ফেলা হয়েছে।

মান্দা থানার সহকারী উপপরিদর্শক আলতাফ হোসেন বলেন, শনিবার সকালে অভিযোগের তদন্তে গিয়ে সত্যতা পাওয়া গেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে