সুজানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১; সময়: ৯:১৬ অপরাহ্ণ |
সুজানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : মুজিববর্ষে প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান প্রমুখ।

সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে প্রতিবছর বাংলাদেশে সৃষ্ট বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলাবদ্ধতা, ভারী বর্ষণ, শৈত্যপ্রবাহ সহ বিভিন্ন দুর্যোগ ঝুঁকি প্রশমনের সঙ্গে খাপ খাওয়ানো ও প্রস্তুতির কৌশল অবলম্বন বিষয়ে আলোচনা করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে