তৃতীয় ধাপে ১০০৭ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১; সময়: ২:৫৫ অপরাহ্ণ |
তৃতীয় ধাপে ১০০৭ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

পদ্মাটাইমস ডেস্ক : চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ১ হাজার ৭ ইউপি এবং ১০ পৌরসভার নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান, এ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং ভোট ২৮ নভেম্বর।

এর পাশাপাশি ১০টি পৌরসভায় ২৮ নভেম্বর ভোটগ্রহণ হবে বলে জানান ইসি সচিব। এই ১০টি পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের জন্য একই সময় নির্ধারন করা হয়েছে।

প্রথম ধাপে গত ২১ জুন ২০৪টি ইউপি ও ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর।

দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপি নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে