ভালো থাকবেন ‘গিটার জাদুকর’

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১; সময়: ৯:৩৯ পূর্বাহ্ণ |
ভালো থাকবেন ‘গিটার জাদুকর’

পদ্মাটাইমস ডেস্ক : কিংবদন্তি রকশিল্পী ও গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৮ অক্টোবর)। ২০১৮ সালের এ দিনে না ফেরার দেশে চলে যান তিনি। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় কিছু আয়োজন থাকছে আজ। পরিবারের পক্ষ থেকে, এতিম খানায় খাবার পরিবেশন এবং দোয়া অনুষ্ঠান হবে।

আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা বলেন, আমরা পারিবারিকভাবে দোয়ার আয়োজন করি। এবারও করব। কয়েকটি এতিমখানায় বাচ্চাদের জন্য খাবার পাঠানো হবে। এছাড়া কিংবদন্তি এ শিল্পীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করেছে ঢাকাস্থ চট্টগ্রাম মিউজিসিয়ান’স ক্লাব। সন্ধ্যায় মগবাজারে এটি অনুষ্ঠিত হবে।

বাংলা ব্যান্ড সঙ্গীতকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন আইয়ুব বাচ্চু। গিটারের জাদুতে মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতাদের। ভক্তের কাছে তিনি এক উন্মাদনার নাম।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। কলেজ জীবনে ‘আগলি বয়েজ’ নামে ব্যান্ড দল গঠন করেন আইয়ুব বাচ্চু। ১৯৭৭ সালে তিনি যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে। ৮০ সাল পর্যন্ত এ দলের সঙ্গে কাজ করেন। এরপর ‘সোলস’ ব্যান্ডের প্রধান গিটারবাদক হিসেবে যোগ দেন আইয়ুব বাচ্চু।

‘সোলস’ ব্যান্ডের হয়ে চারটি অ্যালবামে কাজ করেছিলেন আইয়ুব বাচ্চু। ১৯৯১ সালে নিজের ব্যান্ড গঠন করেন তিনি। নাম দেন ‘লিটল রিভার ব্যান্ড’। পরে নাম পরিবর্তন করে এ দলের নাম রাখা হয় ‘লাভ রান্স ব্লাইন্ড’, সংক্ষেপে ‘এলআরবি’। মৃত্যুর আগ পর্যন্ত এ দলের সাথেই ছিলেন তিনি।

২৭ বছর ‘এলআরবি’কে নিয়ে পথ চলেছেন আইয়ুব বাচ্চু। ব্যান্ডকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাশাপাশি বাড়িয়েছেন নিজের জনপ্রিয়তা। আইয়ুব বাচ্চুর প্রথম একক অ্যালবাম ‘রক্ত গোলাপ’। ১৯৮৬ সালে প্রকাশ হয় এটি। এরপর ১৯৮৮ সালে দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’ প্রকাশ হয়। ১৯৯৫ সালে ‘কষ্ট’ অ্যালবামে প্রকাশ পর প্রচুর জনপ্রিয়তা লাভ করেন ‘এলআরবি’ আর আইয়ুব বাচ্চু। ২০০৭ সালে ‘সাউন্ড অব সাইলেন্স’ প্রকাশ করেছেন আইয়ুব বাচ্চু।

১৯৯১ সালের ৩১ জানুয়ারি ফেরদৌস চন্দনাকে বিয়ে করেন আইয়ুব বাচ্চু। তাদের দুই সন্তান ফাইরুজ সাফরা আইয়ুব ও আহনাফ তাজওয়ার আইয়ুব। ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান আইয়ুব বাচ্চু। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সারা দেশে। গিটার কাঁধে নিয়ে অসংখ্য যুবক এসেছিলেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে।

‘গিটার জাদুকর’ আজও আছেন তার ভক্তদের হৃদয়ে। থাকবেন বাংলা ব্যান্ড সঙ্গীত যতদিন থাকবে। তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য চট্টগ্রামে প্রবর্তক মোড়ে গিটারের একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ১৮ ফুট উচ্চতার ওই গিটারের নাম দেওয়া হয় ‘রূপালী গিটার।’ এ নামকরণ করা হয়েছে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানের শিরোনাম অনুসারে।

গানের কথা মতোই ‘রূপালী গিটার’ ফেলে বহুদূরে চলে গেছেন আইয়ুব বাচ্চু। রেখেছেন তার সৃষ্টি, তার হাতে গড়া এলআরবি ব্যান্ড। আরও রেখে গেছেন তার ব্যবহৃত অনেকগুলো গিটার আর তার ‘এবি কিচেন’। আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে হাজারও ভক্তের মতো তাকে স্মরণ করছি আমরাও। ভালো থাকবেন ‘গিটার জাদুকর’।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে