১৭ মাস পর রুয়েটের হল খুলছে বৃহস্পতিবার

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১; সময়: ২:৩৪ অপরাহ্ণ |
১৭ মাস পর রুয়েটের হল খুলছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : ১৭ মাস পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হল খুলছে বৃহস্পতিবার। স্বাস্থ্যবিধি মেনে হলগুলোতে শিক্ষার্থীদের প্রবেশ করোনা হবে। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. সেলিম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

ড. সেলিম হোসেন জানান, ‘শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় করে বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হবে। হলগুলোর মধ্যে ছয়টি ছেলেদের ও একটি হল মেয়েদের। শিক্ষার্থীরা করোনা সার্টিফিকেট/রেজিষ্ট্রেশন কার্ড জমা দিয়ে হলে প্রবেশ করতে পারবেন।’

তিনি আরও জানান, গত ৩ অক্টোবর সিন্ডিকেটের ৯৩তম জরুরী সভায় শিক্ষার্থীদের সকল আবাসিক হল স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এর আগে গত বছরের ২২ মার্চ ৮৭তম সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৪ মার্চ হল বন্ধ ঘোষণা করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে