রাজশাহীতে পুলিশের সঙ্গে যুবদলের সংঘর্ষ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১; সময়: ৯:২৩ অপরাহ্ণ |
রাজশাহীতে পুলিশের সঙ্গে যুবদলের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর যুবদল নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে নগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এতে পুলিশের এক এসআইসহ শহর যুবদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ যুবদলের মিছিলে থেকে ব্যানার কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেল তিনটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। এ কর্মসূচি উপলক্ষে মহানগর যুবদলের একটি মিছিল নগরীর হেতেমখা এলাকার দিক থেকে সভাস্থল যাওয়ার চেষ্টা করে।

মিছিলটি নগরীর মালোপাড়া এলাকায় পৌঁছামাত্র পুলিশ সামনে থেকে যুবদলের ব্যানার কেড়ে নেয়। এতে ক্ষুব্ধ হয়ে যুবদল নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে।

পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে যুবদল নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় যুবদল নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এরইমধ্যে যুবদল নেতা কর্মীদের ছোড়া একটি হাতুড়ির আঘাতে পুলিশের এসআই ইফতেখার আলম গুরুতর আহত হন।

এছাড়া পুলিশের লাঠিপেটায় যুবদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করেছেন তারা।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে রাসিকের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে যুবদলের ১০-১২ জন নেতাকর্মী মালোপাড়া রাস্তায় বসে অবরোধ করার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের সেখান থেকে তুলে দেয়।

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, যুবদল নেতাকর্মীরা হঠাৎ মারমুখী হয়ে পুলিশের ওপর হামলা করে এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে