দল ছাড়লেন রাজশাহী নগর বিএনপি নেতা মনিরুজ্জামান

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১; সময়: ১১:৫১ অপরাহ্ণ |
দল ছাড়লেন রাজশাহী নগর বিএনপি নেতা মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : চেইন অব কমাণ্ড, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেটা রাজশাহী মহানগর বিএনপিতে অনেক আগেই ভেঙে পড়েছে।

এমন অভিযোগ এনে মন:ক্ষুন্ন হয়ে পদত্যাগ করেছেন রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানা বিএনপির সভাপতি ও সাবেক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান শরীফ। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

২০১৬ সালে শাহ মুখদুম থানা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়া এই নেতা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনুর মাধ্যেমে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগ পাঠিয়েছেন।

এতে মনিরুজ্জামান মনির উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে নগর বিএনপির এক শীর্ষ নেতা শাহ্ মখদুম থানা কমিটির মধ্যে বিভেদ সৃষ্টি করে বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠার হীন চেষ্টা চালাচ্ছেন। যা আমার কাছে দৃষ্টিকটু ও অসম্মানের মনে হয়েছে।

নগর বিএনপির নেতার পক্ষ থেকে থানা কমিটিকে শক্তিশালী করার পরিবর্তে বিভেদ সৃষ্টি ও দলকে দূর্বল করার হীন চেষ্টার মাধ্যমে ওই বিএনপি নেতা কেন্দ্রীয় কমিটিতে পদোন্নতির আকাঙ্খা রোহিত করে অত্র থানা কমিটির সভাপতি হতে ইচ্ছা পোষণ করছেন কি না সেই প্রশ্নও তোলেন রাসিকের ১৯নং ওয়ার্ড থেকে নির্বাচিত সাবেক এই কাউন্সিলর ও বিএনপি নেতা মনিরুজ্জামান শরীফ।

উক্ত বিষয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে বার বার মৌখিকভাবে দৃষ্টি আকর্ষণ করেও সুরাহা না পান নি বলেও উল্লেখ করেন তিনি। দলের শৃঙ্খলা বজায় রাখতে নগর বিএনপির চেইন অব কমান্ড ভেঙ্গে পড়েছে মন্তব্য করে অত্র থানা বিএনপি কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে