হাইতিতে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬০

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১; সময়: ১০:৫০ পূর্বাহ্ণ |
হাইতিতে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬০

পদ্মাটাইমস ডেস্ক : ক্যারিবীয় দেশ হাইতিতে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এ দুর্ঘনটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান দেশটির ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনর।

গতকাল মঙ্গলবার হাইতির বন্দরনগরী ক্যাপ-হাইতিয়েন থেকে রাজধানী পোর্ট অ-প্রিন্সে যাচ্ছিল একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ সময় একটি ট্যাক্সির সঙ্গে সংষর্ঘ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায়। এ সময় পথচারী ও স্থানীয়দের অনেকে জ্বালানি তেল সংগ্রহে রাস্তায় চলে আসেন। এরপর পরই ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে আগুন। এ সময় আশাপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই মারা যান অর্ধশত মানুষ। আগুন দগ্ধ হয়ে আহত হন আরও অনেকে।

এদিকে দুর্ঘটনার পর আহত মানুষে ভরে যায় স্থানীয় হাসপাতালগুলো। জরুরি রক্ত ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদির সংকট দেখা দিয়েছে। আহতদের চিকিৎসায় সরকার ইতোমধ্যে ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন হাইতি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের ঘটনায় ওই এলাকায় অন্তত কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়। হাইতিতে বর্তমানে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের শুরুতে দেশটির প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের পর হাইতি রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েও যাচ্ছে। সূত্র রয়টার্স।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে