সিরাজগঞ্জের তাড়াশ ইউনিয়ন ভূমি অফিসে বেপরোয়া ঘুষ বানিজ্য

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২; সময়: ৯:২৬ অপরাহ্ণ |
সিরাজগঞ্জের তাড়াশ ইউনিয়ন ভূমি অফিসে বেপরোয়া ঘুষ বানিজ্য

নূর ইসলাম রোমান, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাটিয়া মালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসে সরকারি নীতিমালা উপেক্ষা করে নামজারীর নামে ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার মাটিয়া মালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন দীর্ঘদিন যাবৎ খারিজের নামে ঘুষ বাণিজ্য চালিয়ে আসছে। উক্ত তফসিলের আওতাধীন নাম-প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, জমির পরিমান যাইহোক না কেন দলিল প্রতি ৫-৭ হাজার টাকা না দিলে খারিজ হয় না। যে সমস্ত খারিজে কিছুটা জটলা রয়েছে সে সকল খারিজের জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়া হয় মর্মে জানা গেছে।

সরেজমিনে অত্র ভূমি অফিসে গিয়ে দেখা গেছে, ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল উদ্দিন সরকারি অফিসে বসে প্রকাশ্যে শত শত মানুষের সামনে ধুমধামে করতে ব্যস্ত থাকতে দেখা যায়। উল্লেখ্য যে অত্র অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অফিসের দেয়ালে থাকা সর্তেও ধমপান করেন। শুধু তাই নয়, মাটিয়া মালিপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কামাল উদ্দিনের কাছে কাজ নিয়ে আশা মানুষ গুলো কি পরিমাণ হয়রানি শিকার হন তা সরেজমিনে না দেখলে জানা যাবেনা।

৩ জানুয়ারি স্থানীয় কয়েকজন সংবাদকর্মী সরেজমিনে তফসিল অফিসে গিয়ে আগত খারিজকারীদের সাথে কথা বললে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠে আসে। এ বিষয়ে মাটিয়া মালিপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কামাল উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তার উর্ধতন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানিয়েছেন অত্র এলাকাবাসি

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে