ট্রেন-বিমানে ও শিক্ষাপ্রতিষ্ঠানে টিকার সনদ ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২; সময়: ৭:৪৫ অপরাহ্ণ |
ট্রেন-বিমানে ও শিক্ষাপ্রতিষ্ঠানে টিকার সনদ ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

পদ্মাটাইমস ডেস্ক : করোনার টিকা দেয়া ছাড়া শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবে না। এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এমনকি ট্রেন ও বিমান ভ্রমণ করতেও টিকা সনদ লাগবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ১২ বছরের বেশি শিক্ষার্থীদের স্কুলে আসতে হলে অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে।

এর আগে, সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, রেস্তোরাঁ ও শপিংমলে টিকার সনদ দেখাতে হবে। নির্দেশনা মানাতে জেলায় জেলায় নজরদারি দল থাকবে বলেও জানান। দু’একদিনের মধ্যে টেকনিক্যাল টিমের সাথে বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সংশোধন আইন-২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে