পত্নীতলায় পুলিশের গাড়ীতে আগুন

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২; সময়: ৯:২৬ অপরাহ্ণ |
পত্নীতলায় পুলিশের গাড়ীতে আগুন

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে ৫ জানুয়ারি বুধবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।উপজেলার ঘোষনগর ইউনিয়নে ভোট গ্রহণ শেষে গণনা না করে দুটি কেন্দ্রের ব্যালট ও সরঞ্জাম নিয়ে ফেরার সময় পুলিশের ওপর হামলা হয়েছে।

অন্যদিকে উপজেলার পত্নীতলা সদর ইউনিয়নের মথুরাপুর, কৃষ্ণুপুর ইউনিয়নের পানিউড়া ও আকবর ইউনিয়নের মান্দাইন কেন্দ্রেও ভোট গণনা নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওই তিনটি কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

এ ঘটনায় ১১ ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয় এবং চারটি ইউনিয়নের আংশিক ফলাফল প্রকাশ করা হয়েছে ৫ টি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে। কন্ট্রোল রুমের ঘোষনা অনুযায়ী নজিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান মিন্টু ঘোড়া প্রতীকে ৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাদেক উদ্দিন নৌকা প্রতীকে৩ হাজার ৭৩৭ ভোট পেয়েছেন।

দিবর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাহাদ জামান মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ৬৯৭ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়সাল হোসেন আনারস প্রতীকে ৪ হাজার১৮ভোট পেয়েছেন।
মাটিন্দর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ নৌকা প্রতীকে ৬ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল ফারুক ঘোড়া প্রতীকে ৪ হাজার ৯৩৮ ভোট পেয়েছেন।

পাটিচড়া ইউনিয়নের আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী সবেদুল ইসলাম রনি আনারস প্রতীকে ৭ হাজার ৯১১ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত রায়হানুল আলম নৌকা প্রতীকে ৫ হাজার ৪৭৪ ভোট পেয়েছেন।

আমাইড় ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম চশমা প্রতীকী ৪ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক ৩ হাজার ২৬৭ভোট পেয়েছেন। শিহারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন ঘোড়া প্রতীকে ৭ হাজার ৮৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীকে ৬ হাজার ৫৫৩ ভোট পেয়েছেন

নির্মল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ নৌকা প্রতীককে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। পত্নীতলা, আকবরপুর, কৃষ্ণপুর, ঘোষনগর, চারটি ইউনিয়নে ৫ টি কেন্দ্রর ফলাফল স্থগিত আছে
পত্নীতলা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ওবায়দুল ইসলাম স্বপন আনারস প্রতীকে ৪ হাজার ৯৬১ ভোট পেয়ে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম মোটরসাইকেল ৪ হাজার ১০৫ ভোট পেয়েছেন, ইউনিয়নে একটি কেন্দ্রের ফলাফল স্থগিত আছে।

আকবরপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জামান চৌধুরি আনারস প্রতীকে ৪ হাজার ০৪৫ ভোট পেয়ে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৩ হাজার ৪৬৫ ভোট পেয়েছেন, এ ইউনিয়নে একটি কেন্দ্রের ফলাফল স্থগিত আছে।

কৃষ্ণপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঘোড়া প্রতীকে ৬ হসজার ৪৮৩ ভোট পেয়ে এগিয়ে আছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্যামল মহন্ত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ৫ হাজার ৭৭৭ ভোট পেয়েছেন ইউনিয়ন কেন্দ্রের ফলাফল স্থগিত আছে ঘোষনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক নৌকা প্রতীকে ৬ হাজার ৪১৫ ভোট পেয়ে এগিয়ে আছে ফারজানা চৌধুরী ঘোড়া প্রতীকে ৫ হাজার ৬৫৮ ভোট পেয়েছেন দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত আছে।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাছান বলেন, পত্নীতলার উপজেলার চারটি ইউনিয়নের পাঁচটি ভোটকেন্দ্রে সংঘর্ষের কারণে ওই সব ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে। ওই সব কেন্দ্রে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করে ভোট নেওয়া হবে। এরপর ওই চারটি ইউনিয়নের ফলাফল ঘোষণা হবে।

বৃহস্পতিবার সকালে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, দুটি পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে একটি গাড়ি পুলিশের রিকুইজিশন করা। বেশ কিছু ব্যালট বাক্সও ছিনিয়ে নেওয়া হয়েছে। হামলায় পুলিশের বেশ কিছু সদস্য আহত হয়েছেন। সরকারি কাজে বাধা, পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।

পত্নীতলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) লিটন সরকার বলেন, ১১টি ইউনিয়নের মধ্যে ৭ টি ইউনিয়নের ফলাফল ঘোষনা করা হয়েছে। বাঁকি ৪টি ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের কারণে ওই সব ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে। সংঘর্ষে পুলিশের ২টি গাড়ি পুড়িয়ে দিয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে