সান্তাহার পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২; সময়: ৭:২১ অপরাহ্ণ |
সান্তাহার পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : প্রকাশ্যে ভোট দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন। জনগণ যদি আপনাদের ক্ষমতায় বসায় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু অন্ধকার রাতে ভোট করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছেন এই ভোট জনগন মানে না।

এজন্য এই সরকারকে আমরাও মানিনা। জনগণকে সংঘবদ্ধ করে আমরা যে আন্দোলন গড়ে তুলেছি সেই আন্দোলনের মধ্যোদিয়ে এই ২০২২ সাল হবে শেখ হাসিনার পতনের কাজ ও বিদায়ের কাল। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা।

শনিবার দুপুরে উপজেলার সান্তাহার ফারিস্তা কমিউনিটি সেন্টারে সান্তাহার পৌর বিএনপির আহবায়ক মজিবর রহমানের সভাপতিত্বে ও ফিরোজ মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক হামিদুল হক চৌধুরী হিরু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, সদস্য জয়নাল আরেদিন চাঁন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লাভলী রহমান, জেলা বিএনপির সদস্য ও শহর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান বকুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মহিত তালুকদার, জেলা বিএনপির সদস্য এম আর ইসলাম স্বাধীন, একেএম খায়রুল বাসার, শেখ তাহাউদ্দীন নাহিন, সহিদ-উন-নবী সালাম, মনিরুজ্জামান মনি, মাফতুন আহম্মেদ খান রুবেল, সাইদুজ্জামান শাকিল প্রমূখ।

সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সভাপতি এবং ব্যলটের ভোটে এসএম আখতারুজ্জামান মিঠু সাধারন সম্পাদক ও ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। প্রধান অতিথি ওই দিন বিকেলে নব-গঠিত এই কমিটির ঘোষণা দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে