রাজশাহী অঞ্চলের অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২; সময়: ৬:৩৭ অপরাহ্ণ |
রাজশাহী অঞ্চলের অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ও নাটোরে অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁদের কাছ থেকে দুটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। বুধবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার পাঁচজন হলেন, নাটোর সদর উপজেলার রুয়েরভাগ গ্রামের মো. রিপন (২৮), খোরশেদ প্রামানিক ওরফে দুখু (২৬), সোয়াইব হোসেন (২৩) ও হৃদয় হোসেন (১৯) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার মধুখালী গ্রামের শেখ আহম্মেদ (৪০)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদরের একডালা গ্রামে অভিযান চালিয়ে প্রথমে নাটোরের চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর পুঠিয়ার মধুখালী গ্রামে অভিযান চালিয়ে শেখ আহম্মেদদের একটি চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। শেখ আহম্মেদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুঠিয়ার জিউপাড়া গ্রামে অভিযান চালিয়ে আরও একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজন আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পরের সহায়তায় এবং আরও অন্য চোর চক্রের সদস্যদের সাথে যোগাযোগ ও পরিকল্পনা করে দীর্ঘদিন ধরেই রাজশাহী ও নাটোরে অটোরিকশা চুরি করে আসছিলেন। পরে আকার-আকৃতি পরিবর্তন করে এসব অটোরিকশা বিক্রি করতেন তারা। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে