রাজশাহীতে র‌্যাব পরিচয়ে মোটর বাইক ছিনতাই

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২; সময়: ৯:০১ অপরাহ্ণ |
রাজশাহীতে র‌্যাব পরিচয়ে মোটর বাইক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুবপুরে র‍্যাব পরিচয় দিয়ে জাহিদ নামের এক শিক্ষার্থীর জিকসার ১৫০ সিসির মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারঘাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তোভাগী জাহিদ। জাহিদ রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানার দেবিসিংপাড়া এলাকার মৃত সবুর শেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানান গেছে, গত ১১ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টার দিকে ইউসুবপুর সিপাই পাড়া নামক স্থানে শিক্ষার্থী জাহিদ ও তারা তিন বন্ধু জিকসার ১৫০ সিসির মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন (রেজি নং রাজশাহী ল-১১৬৭৮১)। এসময় একজন ছিনতাইকারি নিজেকে র‍্যাব পরিচয় দিয়ে তার গতিরোধ করে মোটর সাইকেলের কাগজ পত্র দেখতে চায়।

তিনি কাগজ দেখাতে চাইলেও সে তার নিজের পুরাতন একটি মটর সাইকেল সে খানে রেখে জাহিদের জিকসার মোটর সাইকেল নিয়ে চলে যান। যাওয়ার সময় বলে যান, আমি এক্ষুনি আসছি আমাদের লোকজন সাথে নিয়ে।

কিছুক্ষণ পরে ফিরে আসেন ওই ভূয়া র‌্যাব পরিচয়দাতা ভ্যান যোগে ও ইউসুবপুর ইউনিয়নের ইউপি সদস্য গোলাম রাব্বানীকে সাথে নিয়ে। এসেই হুমকি ধামকি দিয়ে তার রেখে যাওয়া মোটর সাইকেলটি নিয়ে ইউপি সদস্য গোলাম রাব্বানীকে সাথে নিয়ে চলে যান।

জাহিদ বলেন, আমরা মনে করি হয়ত ইউপি সদস্য গোলাম রাব্বানীর জিম্মায় আমাদের মোটরসাইকেল রয়েছে। পরে গোলাম রাব্বানীর কাছে মোটরসাইকেল নিতে গেলে গোলাম রাব্বানী বলেন আমি মোটরসাইকেলের বিষয়ে কিছুই জানিনা। জাহিদের দাবি ইউপি সদস্য গোলাম রাব্বানীকে আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে। ইউপি সদস্য গোলাম রাব্বানীর বিরুদ্ধে মাদক কারবারসহ নানা অভিযোগ রয়েছে। তিনি ৫ম ধাপের ইউপি নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়।

এ ঘটনায় চারঘাট থানার ওসি জানান, লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে