ভায়াগ্রার চালান ছেড়ে দিতে কাস্টমস কর্মকর্তাকে মাদক ব্যবসায়ীদের হুমকি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২; সময়: ৯:০৫ অপরাহ্ণ |
ভায়াগ্রার চালান ছেড়ে দিতে কাস্টমস কর্মকর্তাকে মাদক ব্যবসায়ীদের হুমকি

নিজস্ব প্রতিবদেক : আটককৃত ভায়াগ্রার চালান ছেড়ে দেয়ার জন্য অব্যাহতভাবে হুমকি দেয়া হচ্ছে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমানকে। আন্তর্জাতিক একটি মাদক চক্রের বিরুদ্ধে উঠেছে এই হুমকি প্রদানের অভিযোগ। রোববার (৩০ জানুয়ারি) ঘটনাটি নিশ্চিত করেছেন মো. আজিজুর রহমান।

কাস্টমস হাউসের সূত্র জানায়, বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় ভারত থেকে ২২ কেজি ভায়াগ্রা আমদানি করে যশোরের আমদানিকারক প্রতিষ্ঠান ‘মা মনি’ এন্টারপ্রাইজ। গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস এর আইআরএম টিম চালানটি আটক করে। আটক পণ্যের মূল্য ১১ লাখ টাকা। পরবর্তীতে কাস্টমস কমিশনারের নির্দেশে ভায়াগ্রার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। পরীক্ষায় ভয়াগ্রার বিষয়টি নিশ্চিত করেন কুয়েট কর্তৃপক্ষ।

পরবর্তীতে গত ২০২১ সালের জুলাই মাসে সংশ্লিষ্ট আমদানিকারককে কারণ দর্শানোর নোটিশ জারি করেন কাস্টমস কর্তৃপক্ষ। কারণ দর্শানো নোটিশ জারির পরপরই একটি চক্র কমিশনারকে ভায়াগ্রার চালানটি ছেড়ে দেয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকে। কমিশনার তাদের চাপে কোনো কর্ণপাত না করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এর পরপরই মাদক ব্যবসায়ী সিন্ডিকেটটি কমিশনারকে হুমকি প্রদান করে ও অনলাইনে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে নানা ধরনের অপপ্রচার শুরু করে।

কমিশনার আজিজুর রহমান বলেন, ভায়াগ্রার চালান আটকের বিষয়টি ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। হুমকি দিয়ে রাজস্ব ফাঁকি দেয়ার দিন শেষ। বেনাপোল কাস্টমস হাউস কর্তৃপক্ষ একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষে বৈধ আমদানি ও সৎ করদাতাদের সার্বিক সহযোগিতা দিতে বদ্ধ পরিকর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে