মহাদেবপুরে সরিষা ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২; সময়: ৩:২৯ অপরাহ্ণ |
খবর > কৃষি
মহাদেবপুরে সরিষা ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : অসময়ে বৃষ্টি ও বৈরি আবহাওয়া কাটিয়ে উঠে পাকা সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মহাদেবপুরের কৃষকরা। মৌসুমের শেষ সময়ে অসময়ের বৃষ্টিতে কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও সরিষার ভালো ফলনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে সরিষা চাষ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরিনা পারভিন জানান, উপজেলায় এবার ১হাজার ৫শ ৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ করা হয়েছে ১ হাজার ৮শ ৯০ হেক্টর জমিতে।

হরিরামনগর গ্রামের কৃষক শরিফ উদ্দীন জানান, মৌসুমের শেষে বৃষ্টিতে সরিষার কিছুটা ক্ষতি হলেও উৎপাদন ভালো হয়েছে। প্রতি বিঘা জমিতে অন্যান্য বছর ৪ থেকে ৫ মণ সরিষা উৎপাদন হলেও এবার ৬ থেকে ৭ মণ সরিষা উৎপাদন হচ্ছে। ভোজ্য তেলের দাম বেশি হওয়ায় চাহিদা বেড়েছে সরিষারও। এ কারণে বাজারে প্রতিমণ সরিষা ২ হাজার ২শ থেকে ২হাজার ৮শ টাকা দরে বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগীতায় সরিষা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে