শিবগঞ্জে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশিত: মার্চ ৩, ২০২৪; সময়: ৩:৪১ অপরাহ্ণ |
শিবগঞ্জে কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব  প্রতিবেদক, শিবগঞ্জ : অনাবাদি পতিতজমি-বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের ২০২৩-২০২৪ অর্থ বছরের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন প্রকার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সামনে এসব কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুনাইন বিন জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সফিকুল ইসলাম, গোলাম আজম কনক, আজম আলী, নুর আমিন ও রয়েলসহ অন্যরা।

অনুষ্ঠানে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য ৩৫৯ জন, পুণঃস্থাপনের জন্য ৪১০ জন ও মাচায় চাষাবাদের জন্য ১০ জনকে সবজি বীজ ও ফলদ চারাসহ বিভিন্ন প্রকার কৃষি উপকরণ দেয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে