জানুয়ারিতে আমাজনে রেকর্ড ৪৩০ বর্গ কিমি বন উজাড়

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২; সময়: ১২:৫৭ অপরাহ্ণ |
জানুয়ারিতে আমাজনে রেকর্ড ৪৩০ বর্গ কিমি বন উজাড়

পদ্মাটাইমস ডেস্ক : বৃষ্টির মৌসুমের কারণে সাধারণত জানুয়ারিতে আমাজানে বন উজাড়ের গতি কমে যায়। কিন্তু সরকারি স্যাটেলাইটের তথ্য অনুযায়ী, গত মাসে ব্রাজিলের আমাজনে গাছ কাটার সংখ্যা আগের বছরের একই মাসের চেয়ে অনেক বেশি।

বিবিসি জানায়, ধ্বংস হওয়া এলাকাটি ২০২১ সালের তুলনায় পাঁচগুণ বড় এবং ২০১৫ সালের জানুয়ারিতে রেকর্ড শুরুর পর থেকে সর্বোচ্চ।

এই এক মাসে মোট ৪৩০ বর্গ কিলোমিটার বা ১৬৬ বর্গ মাইল বন উজাড় হয়েছে, যা নিউইয়র্কের ম্যানহাটনের আকারের সাত গুণেরও বড়।

আগের মতোই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে বন উজাড়ের ত্বরান্বিত করার অনুমতি দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন পরিবেশবাদীরা।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হলে আমাজন রক্ষা করা অপরিহার্য।

ব্রাজিলের বিশাল রেইনফরেস্ট বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস শোষণ করে, যা কার্বন সিঙ্ক হিসাবে পরিচিত।

সাধারণ কাঠের জন্য গাছ কাটা হয়, একইসঙ্গে বৈশ্বিক খাদ্য কোম্পানিগুলোর সরবরাহ অব্যাহত রাখতে চাষাবাদের জন্য বন সাফ করা হয়।

গত বছর গ্লাসগোতে জলবায়ু পরিবর্তনের শীর্ষ সম্মেলন কপ২৬ -এ শতাধিক দেশ ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ এবং বন বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

পরিবেশবাদীরা বলছেন, ব্রাজিলের স্পেস এজেন্সি ইনপের সর্বশেষ উপগ্রহের তথ্য আবারও বিশাল রেইনফরেস্ট রক্ষায় ব্রাজিল সরকারের প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেছে।

গ্রিনপিস ব্রাজিলের ক্রিশ্চিয়ান ম্যাজেত্তি বলছেন, নতুন তথ্য আবারও প্রকাশ করেছে যে কীভাবে সরকারের পদক্ষেপগুলো ‘গ্রিনওয়াশিং’ প্রচারণার বিরোধিতা করছে।

যুক্তরাজ্য ও অন্যান্য স্থানের সুপারমার্কেটগুলোতে মাংস ও দুধ সরবরাহ থেকে বন উজাড়ের সঙ্গে জড়িতদের বাদ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে গ্রিনপিস।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে