রাজশাহীতে কিস্তি দিতে না পারায় এনজিওর নারী গ্রাহককে ধর্ষণ চেষ্টা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২; সময়: ৮:৫৯ অপরাহ্ণ |
রাজশাহীতে কিস্তি দিতে না পারায় এনজিওর নারী গ্রাহককে ধর্ষণ চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় সময়মত ঋণ পরিশোধ করতে না পারায় এক নারীকে ধর্ষণের চেষ্টা করেছেন এক এনজিও কর্মকর্তা। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে এনজিও কর্মকর্তা কামেল উদ্দিনের (৪৫) নামে থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে পুঠিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরের দিন ভুক্তভোগি ওই নারী থানায় লিখিত অভিযোগ দেন। এতে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) নামের একটি এনজিওর পুঠিয়া উপজেলা শাখা কর্মকর্তা কামেল উদ্দিনের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগি ওই নারী বলেন, তিনি ইউডিপিএসর সদস্য। সে মোতাবেক গত বছর সেখান থেকে একটা ঋণ নেয়া হয়। তবে করোনাভাইরাসের প্রভাবের কারণে পরিবারে আয়ের চেয়ে ব্যয় বেড়ে যায়। যার কারণে সময়মত ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হই।

তিনি আরও বলেন, গত শুক্রবার রাত ১০ টার দিকে ঋণ আদায়ের বিষয়ে আলোচনা আছে বলে ওই কর্মকর্তা আমাদের বাড়িতে আসেন। আমার স্বামী একটি ব্যবসা প্রতিষ্ঠানে সে্লসম্যানের চাকুরি করেন। সে কারণে রাতে তার বাড়িতে আসতে একটু দেরি হয়। এই সুযোগে ওই এনজিও কর্মকর্তা প্রথমে আমাকে শারীরিক মিলনের কুপ্রস্তাব দেন। তার প্রস্তাবে রাজি না হলে সে আমাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আমি চিৎকার শুরু করলে সে পালিয়ে যায়।

এ নিয়ে জানতে যোগাযোগ করা হলে কামেল উদ্দিন ধর্ষণের চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, ঋণ নিয়ে ওই নারী দীর্ঘদিন থেকে কিস্তি পরিশোধ করেননি। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গত ১৭ ফেব্রুয়ারী বিকেলে আমিসহ অফিসের কযেকজন স্টাফ বকেয়া ঋণ আদায়ে ওই নারী সদস্যের বাড়িতে যায়। সে সময় ওই নারী আমাদের ঋণের কিস্তি না দিয়ে অপমান করে তাড়িয়ে দেন। এখন শুনছি আমার নামে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে