গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণ : ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২; সময়: ১২:২৯ অপরাহ্ণ |
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ছাত্রীকে ধর্ষণ : ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

পদ্মাটাইমস ডেস্ক :  গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়।

এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়। প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে গতকাল রাত থেকেই শিক্ষার্থীরা গোপালগঞ্জ সদর থানার সামনে অবস্থান নেন। এ ঘটনার বিচার চেয়ে তিন দফা দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ জন্য আজ সকাল আটটা থেকে সড়ক অবরোধ করেন তারা।

গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা বলেন, সড়কে আটকে পড়া যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তদন্তে আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি আছে। এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাবে পুলিশ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে দিয়ে হেঁটে আসছিলেন দুই শিক্ষার্থী। এ সময় একটি অটোরিকশায় তাদের দুজনকে তুলে নেয় দুর্বৃত্তরা। পরে গোপালগঞ্জ জিলা স্কুলের নির্মাণাধীন একটি ভবনে ছাত্রটিকে বেঁধে রেখে কয়েকজন মিলে ছাত্রীকে ধর্ষণ করে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বাদী হয়ে বুধবার রাতে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে