এনায়েতপুরে মেহের উন নেছা বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২; সময়: ৬:১১ অপরাহ্ণ |
এনায়েতপুরে মেহের উন নেছা বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : নারী শিক্ষা জাগরণে সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপিঠ এনায়েতপুর মেহের উন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ এম এম আমজাদ হোসেনের পরিবারের উদ্যোগে ৩ কোটি টাকা ব্যয়ে ৩ তলা ৩টি নির্মিত ভবন বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউসুফ।

এ সময় আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাওঃ আব্দুল আওয়ালের সভাপতিত্বে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ হোসেন রেজা, প্রফেসর ডাঃ জুলফিকার হোসেন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জাহিদ, শিক্ষক আব্দুল জলিল, প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ভাষা প্রতিষ্ঠার বছর ১৯৫২ সালে মেহের উন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন সমাজ হিতৈষী কর্মবীর দেশের প্রথম শিল্প উদ্যোক্তা ডাঃ এম এম আমজাদ হোসেন। সে সময় নারী শিক্ষাকে প্রাধান্য দেয়া হতো না। তার বাবা এজন্য স্কুলটি নির্মানের সময় বাধা দেন। তিনি তখন তার পিতা আলহাজ্ব মোসলেম উদ্দিনকে বোঝাতে সক্ষম হন, পুরুষরা উচ্চ শিক্ষিত হলে এলাকার অশিক্ষিত মেয়েদের বিয়ে করবেনা।

তাই পুরুষের পাশাপাশি নারীদেরও সমান তালে শিক্ষা-দীক্ষায় অগ্রগামী হতে হবে। এ কথা শুনে তিনি সম্মতি দিলে ডাঃ আমজাদ বিদ্যালয়টি মা মেহের উন নেছার নামে প্রতিষ্ঠিত করেন। যে বিদ্যালয়টি এখন আলোকিত প্রতিষ্ঠান হিসেবে জেলায় সুনাম অর্জন করেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে