পবায় আলুর মাঠ দিবস ও মতবিনিময় সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২; সময়: ৬:৩২ অপরাহ্ণ |
খবর > কৃষি
পবায় আলুর মাঠ দিবস ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় আলুর মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সবসার মাঠে ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজের এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষক পলাশের আলুর ক্ষেত পরিদর্শন শেষে কর্মকর্তা ও কৃষকগণ মতবিনিময় সভায় মিলিত হন। আলহাজ্ব মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক সিড প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ আবুল মুনসুর লিয়ন।

বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক সিড রিজিওনাল সেলস ম্যানেজার আরিফুল ইসলাম, ব্র্যাক সিড রাজশাহী পিডিএস জাকারিয়া সিদ্দিকী।

মেসার্স আফজাল বীজ ভান্ডারের প্রোপাইটার আফজাল হোসেনের আয়োজনে ও ব্র্যাক সিড রাজশাহীর চেরিটোরি সেলস ম্যানেজার কৃষিবিদ তানজিদ রহমানের পরিচালনায় কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুল জব্বার ও মো. সোহেল রানা।

কৃষকগণ তাদের বক্তব্যে বলেন, ব্র্যাক সিড’র আলু বীজ অত্যন্ত উন্নতমানের। অধিক উৎপাদনে অত্র এলাকায় এ বীজ জনপ্রিয় হয়ে উঠেছে। অন্যান্য বীজের তুলনায় ব্র্যাক সিড’র বীজ রোপন করে কৃষকরা লাভবান হচ্ছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে