দেশে এক বছরে নতুন ভোটার ১৫ লাখ

প্রকাশিত: মার্চ ১, ২০২২; সময়: ৯:৫৩ অপরাহ্ণ |
দেশে এক বছরে নতুন ভোটার ১৫ লাখ

নিজস্ব প্রতিবেদক : গত এক বছরে এনআইডির সার্ভারে নতুন করে যুক্ত হয়েছেন ১৫ লাখ ভোটার। ২০২১ সালের ২ মার্চ থেকে চলতি বছরের ১ মার্চ পর্যন্ত হালনাগাদে এ নতুন ১৫ লাখ ভোটার যুক্ত হয়েছেন।

নতুন এ ভোটার যুক্ত হওয়ায় এনআইডির সার্ভারে মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ১১ কোটি ৩২ লাখ টাকা। মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি কর্মকর্তারা জানান, ২০২১ সালের ২ মার্চ দেশের ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। চলতি বছর ১ মার্চ পর্যন্ত ইসির সার্ভারে অন্তর্ভুক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ১০০ জন। সেই হিসেবে বর্তমানে ইসির সার্ভারে ১১ কোটি ৩২ লাখ ৯১ হাজার ৭৬৯ জন নাগরিকের তথ্য রয়েছে।

তবে এদের মধ্যে আঙ্গুলের ছাপ দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেননি ৩৩ হাজার ৪১৮ জন। অর্থাৎ দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৩৫১ জন।

কর্মকর্তারা আরও জানান, ইসির সার্ভারে সংরক্ষিত তথ্যের মধ্যে নারীর সংখ্যা ৫ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ২৯৬ জন। আর পুরুষ ৫ কোটি ৭৬ লাখ ৯৩ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের মানুষে রয়েছেন ৪৫৪ জন।

সবচেয়ে বেশি তথ্য রয়েছে ঢাকা অঞ্চলের। এ অঞ্চলের মোট ১ কোটি ৬৮ লাখ ৯১ হাজার ৫৫৭ জনের তথ্য রয়েছে ইসির কাছে। সবচেয়ে কম রয়েছে ফরিদপুর অঞ্চলে, ৫৩ লাখ ৯১ হাজার ২০৯ জন। আগামীকাল বুধবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশের মোট ভোটারের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে