সিরাজগঞ্জের বিদ্যালয় গুলোতে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে পাঠদান

প্রকাশিত: মার্চ ২, ২০২২; সময়: ১২:১৫ অপরাহ্ণ |
সিরাজগঞ্জের বিদ্যালয় গুলোতে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে পাঠদান

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : করোনার দ্বিতীয় ঢেউ অমিক্রনের হাত থেকে কোমলমতি শিক্ষার্থীদের রক্ষায় দীর্ঘ দিন বন্ধ থাকা সিরাজগঞ্জের ১ হাজার ৬৭১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আবার চালু হয়েছে।

বুধবার সকাল থেকে স্কুল গুলোতে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে পাঠদান। এর আগে স্কুল চালুর ঘোষনা করায় সকাল থেকেই ছিল স্কুলমুখী ছাত্র-ছাত্রীদের পদচারনা। স্কুলে এসে দীর্ঘ দিন পর পুনরায় শিক্ষার্থীদের মিলনে দারুন খুশী তারা।

এ ব্যাপারে চৌহালী উপজেলার খামারগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী রিয়া রানী ও ফাতেমা খাতুন জানান, গত ২২ জানুয়ারী স্কুল বন্ধ হবার পর থেকে আমরা নিজ বাড়িতে লেখা-পড়া করেছি। তবে সেক্ষেত্রে অতোটা উন্নতি করতে পারিনি। এখন স্কুল চালু হওয়ায় আমাদের খুব ভাল হয়েছে।

এদিকে শিক্ষকেরা জানিয়েছে বেশ কিছু দিন বন্ধ থাকার কারনে কিছুটা যে শিখন ঘাটতি হয়েছে তা পুরণে নতুন উদ্যোমে কøাশ পরিচালনা করে নিরসন করা হবে বলে জানান, খামার গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকার, সহকারী শিক্ষক আশরাফুল আলম।

তারা জানান, আমরা অতীতের মত নতুন উদ্যোমে ক্লাশ পরিচালনা করে শিক্ষার্থীদের মেধার বিকাশে নিবেদিত হয়েছি। আশা করছি আগামী মাস খানেকের মধ্যে তারা যথেষ্ট উন্নতি করবে বলে আমরা আশা রাখি।

এদিকে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম মন্ডল জানিয়েছে, অতীতে যে ভাবে উদ্যোগ নিয়ে স্কুল পরিচালনা করেছে শিক্ষকেরা ঠিক একই ভাবে শিক্ষার্থীদের মেধাবী করতে ক্লাশ পরিচালনা করবে। আমরা চাই যে কোন ভাবেই শিক্ষার্থীরা ঝড়ে না পড়ে। এছাড়া কিছুটা যে ঘাটতি হয়েছে সেজন্যও তারা অগ্রনী ভুমিকা রাখবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে