আমরণ অনশনে নিবন্ধন প্রত্যাশীরা

প্রকাশিত: মার্চ ৯, ২০২২; সময়: ২:৩৭ অপরাহ্ণ |
আমরণ অনশনে নিবন্ধন প্রত্যাশীরা

পদ্মাটাইমস ডেস্ক : এনটিআরসি’র নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে আমরণ অনশন পালন করেছে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন।

বুধবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক’ সংগঠনের আয়োজনে এই আমরণ অনশনের কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি মো. আমির হোসেন বলেন, এনটিআরসি’র উদ্দেশ্য শুধু টাকা হাতিয়ে নেওয়া। তারা বিভিন্ন সময়ে বিজ্ঞপ্তি দিয়ে ফর্ম পূরণের উদ্দেশ্যে হাজার হাজার মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছে। এছাড়া অনেক প্রার্থীর কাছ থেকে লাখ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ আছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এনটিআরসি’র নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এছাড়া তাদের কাছ থেকে দাবি আদায় করে নিতে যা যা করা দরকার, আমরা তা করবো। আমরা মাঠে আছি, মাঠে থাকবো।

অনশনকালে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল আলম দাবি করেন, সকল নিবন্ধনধারীর নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে এবং ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষক নিবন্ধন সনদ, চাকরির সনদ, একাডেমিক সনদ নয়। শিক্ষকতা ছাড়া এ সনদ কোনো কাজে আসবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জিত শিক্ষক হওয়ার যোগ্যতার সনদ-শিক্ষক নিবন্ধন সনদ। তাই সনদ যার, চাকরি তার।

সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখতে এক আবেদনে প্যানেলভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষক সমাজকে অভিশাপমুক্ত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন মাত্র সময়ের দাবি বলে জানান তিনি।

আমরণ অনশনে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আমির হোসেন, সাধারন সম্মাদক জাহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে