রাবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: মার্চ ৯, ২০২২; সময়: ৪:০৩ অপরাহ্ণ |
রাবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার সকালে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে বিশ^বিদ্যালয়ের ফটোগ্রাফিক ক্লাব (আরইউপিসি) আয়োজিত প্রদর্শনীটির উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম। আগামী ১১ মার্চ শুক্রবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছবিগুলো প্রদর্শিত হবে।

আয়োজকরা জানান, প্রদর্শনীটিতে বাংলাদেশ, ভারত ও দুবাইয়ের ১১০ জন আলোকচিত্রীর ১২৭টি চিত্র স্থান পেয়েছে। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার সাবিনসহ ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা।

উদ্বোধনের পর উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, ‘মানুষের জীবনযাত্রার বিভিন্ন দিক ছবির মাধ্যমে তুলে ধরাটা একটা নতুন ধারণা আমাদের কাছে। এটা চর্চার মাধ্যমে তরুণরা বাংলাদেশকে দরিদ্র নয় বরং সম্ভাবনাময় একটি দেশ হিসেবে বিশ্বদরবারে তুলে ধরবে বলে আমি আশা করি।’

ক্লাবের সভাপতি তামিম-ই-মোহাম্মদ বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা শিল্প হিসেবে আলোকচিত্রের বিকাশ নিয়ে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় একটি আন্তর্জাতিক মানের প্রদর্শনীর আয়োজন করাটা আমাদের স্বপ্ন ছিলো। সেটি এখন বাস্তবায়নের পথে।’

সাধারণ সম্পাদক সৈয়দ আসির হা-মীম বৃন্ত বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি অনন্য ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা মো.সাজ্জাদ হোসেন ও মো.সালেহ রোকনসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের মেধা ও শ্রম সংগঠনটিকে এই পর্যায়ে নিয়ে এসেছে।’

প্রসঙ্গত, আয়োজনের প্রথম ধাপে আলোকচিত্রীদের আহ্বান জানানো হয় ১ জানুয়ারি হতে ২০ জানুয়ারীর মধ্যে চিত্রকর্ম জমা দেয়ার জন্য। পরবর্তী ধাপে বিচারক কর্তৃক বাছাইকরণ প্রক্রিয়া শেষে আলোকচিত্রীদের তালিকা প্রকাশ করা হয় প্রদর্শনীতে নিবন্ধনের জন্য। সর্বশেষ ধাপে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী চলছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে