রুয়েটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সিম্পোজিয়ামের উদ্বোধন

প্রকাশিত: মার্চ ১০, ২০২২; সময়: ২:৫৮ অপরাহ্ণ |
রুয়েটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সিম্পোজিয়ামের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিষয়ক ১০-১১ মার্চ দুই দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০ টায় রুয়েটের ইন্সটিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজী (আইআইসিটি) এর উদ্যোগে সিএসই সেমিনার রুমে রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের আইআইসিটি পরিচালক ও রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নজরুল ইসলাম মন্ডল, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন, জার্মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরেট ফেলো ড. প্রকৌশলী মনিরুদ্দোজা আসির।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মাসুদ রানা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. ইমদাদুল হক, ফলিত ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত, কর্মকর্তা সমিতি রুয়েট আহবায়ক আরিফ আহম্মেদ চৌধুরী সহ পরিচালক, বিভাগ-শাখা প্রধানবৃন্দ প্রমুখ।

দুই দিনব্যাপী সিম্পোজিয়ামে অট্রেলিয়া ,জার্মানী সহ দেশী-বিদেশী আইসিটি বিশেষজ্ঞ, রুয়েট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের বিভিন্ন সেশনে প্রজেক্ট কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, গেমিং কনটেস্ট, গেম ডেভেলপমেন্ট আইডিয়া কনটেস্ট অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সনদপত্র প্রদান করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে